সংসদে দুটি বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করলেন স্পিকার
প্রকাশিতঃ 8:15 pm | November 08, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জাতীয় সংসদ ভবন সংলগ্ন খেজুর বাগানে ৩৩/১১ কেভি ১৬/২০ এমভিএ ২টি বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
বুধবার (০৮ নভেম্বর) সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনের সময় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ উপস্থিত ছিলেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বিদ্যুৎকেন্দ্র দুটি জাতীয় সংসদের সার্বিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসময় তিনি বিদ্যুৎ কেন্দ্রের প্রযুক্তিগত বিষয়ে খোঁজ নেন এবং কেন্দ্র দুটি পরিচালনায় নিরাপত্তাজনিত বিষয় জোরদারকরণের ওপর গুরুত্বারোপ করেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, গৃহায়ণ ও গণপূর্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, অতিরিক্ত সচিবরা এবং গণমাধ্যম কর্মীরা, সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের আলো/ডিএসবি/এমএম