লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে স্তন ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব : পুনাক সভানেত্রী

প্রকাশিতঃ 6:31 pm | November 05, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী বলেছেন, বাংলাদেশে মেয়েদের স্তন ক্যান্সার, সারভেইকেল ক্যান্সার উদ্বেগজনক হারে বাড়ছে। লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রে এ ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।

রোববার (০৫ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী এসব কথা বলেন।

এ সময় পুনাকের সাধারণ সম্পাদিকা নাসিম আমিন, সহ-সভানেত্রী আফরোজা পারভীন, সহ-সভানেত্রী প্রথমা রহমান সিদ্দিকী ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা ডা. ফাতেমা জেসমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) শেখ মোহাম্মদ রেজাউল হায়দার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সরকার জরায়ুমুখ ক্যান্সারজনিত মৃত্যুহার কমানোর উদ্দেশ্যে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে এবং এটি ইপিআই শিডিউলের আওতাভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় পুনাক সভানেত্রী সরকারের এ কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছেন। তারই ধারাবাহিকতায় পুনাক সদস্য ও তাদের কন্যা সন্তান ও স্টাফ যাদের বয়স পনেরো থেকে পঁয়তাল্লিশ তাদেরকে এইচপিভি টিকা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

এ কার্যক্রম আগামী ৯ নভেম্বর পর্যন্ত চলবে এবং এর আওতায় ১০০ জন পুনাক সদস্যদকে এইচপিভি টিকা দেওয়া হবে ।

প্রসঙ্গত, বাংলাদেশে নারীদের জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ ক্যান্সার। এ ক্যান্সার এইচপিভি নামক ভাইরাস দ্বারা সংগঠিত হয়। ২০১৮ সালের ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার এর তথ্যমতে বাংলাদেশের প্রতিবছর ১২ হাজারের বেশি নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রায় সাড়ে ৬ হাজার নারী মারা যান। অথচ জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধ ও নিরাময় যোগ্য।

কালের আলো/এসবি/এমএম

Print Friendly, PDF & Email