সাবেক ফুটবলার আমিনুলের ১০ দিনের রিমান্ড চাইবে ডিবি

প্রকাশিতঃ 5:20 pm | November 02, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও সাবেক ফুটবলার আমিনুল হক এবং যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মিরাজসহ গ্রেপ্তার তিনজনের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠাবে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

এ সময় তাদের নাশকতার মামলায় গ্রেপ্তারের কথা স্বীকার করেন তিনি।

ডিবিপ্রধান জানান, ২৮ অক্টোবর সহিংসতা, নাশকতা, পুলিশের ওপর হামলা, মারধর ও হত্যার ঘটনাসহ চলমান অবরোধে সহিংসতার ঘটনায় আমিনুলসহ গ্রেপ্তার তিনজনের নামে রাজধানীর বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।

কালের আলো/এমএইচ/এসবি

Print Friendly, PDF & Email