সাভারে বাসে আগুন, আটক ২
প্রকাশিতঃ 11:55 am | November 01, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সাভারের বলিয়াপুরে রিমি পরিবহনের দূরপাল্লার বাসে আগুন দেওয়ার ঘটনায় দুই বিএনপির কর্মীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
বুধবার (০১ নভেম্বর) সকাল ৬টা ১৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর মধুমতী মডেল টাউনের সামনে ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে। আটকরা হলেন-আব্দুল আলীম ও সোহেল। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সকালে মধুমতি হেমায়েতপুরের মডেল টাউন এলাকায় একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয় বিএনপির লোকজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে খুঁজছে পুলিশ।
সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, আমরা স্পট থেকে দুইজনকে আটক করেছি। গাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।
কালের আলো/ডিএসকে/এমএম