কমিউনিটি ব্যাংকের ৪৫তম পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ
প্রকাশিতঃ 8:40 pm | October 25, 2023

কমিউনিটি ব্যাংকের ৪৫তম পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ৪৫ তম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
সভায় আরও উপস্থিত ছিলেন- এ্যাডিশনাল আইজি (এ্যাডমিন) মোঃ কামরুল আহসান, এ্যাডিশনাল আইজি, স্পেশাল ব্রাঞ্চ, মোঃ মনিরুল ইসলাম, এ্যাডিশনাল আইজি মোঃ মাজহারুল ইসলাম, এ্যাডিশনাল আইজি মোঃ আতিকুল ইসলাম, এ্যাডিশনাল আইজি আবু হাসান মুহম্মদ তারিক, এ্যাডিশনাল আইজি মোঃ মাহাবুবর রহমান, ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ, বাংলাদেশ পুলিশ, এ্যাডিশনাল আইজি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান, ডিআইজি (প্রশাসন) মোঃ আমিনুল ইসলাম,
ডিআইজি কাজী জিয়া উদ্দিন, এ্যাডিশনাল ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম, এ্যাডিশনাল ডিআইজি মুনতাসিরুল ইসলাম, পুলিশ সুপার সুফিয়ান আহমেদ এবং পুলিশ স্টাফ কলেজের পরিচালক বি এম ফরমান আলী, বাংলাদেশ পুলিশ এ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ খান, স্বতন্ত্র পরিচালক কাজী মসিহুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড মসিউল হক চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।
কালের আলো/ডিএস/এমএম