বিচারপতি আবদুর রশীদের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

প্রকাশিতঃ 12:26 pm | October 24, 2023

কালের আলো প্রতিবেদক:

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুর রশীদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (২৪ অক্টোবর) এক শোকবার্তায় আইনমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিচারপতি আবদুর রশীদ মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।

কালের আলো/এসএমআর

Print Friendly, PDF & Email