দুর্গাপূজায় মণ্ডপ ঘুরে পূজারী-ভক্তদের সঙ্গে সালাম মূর্শেদী এমপি’র শুভেচ্ছা বিনিময়
প্রকাশিতঃ 9:20 pm | October 23, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
মণ্ডপগুলোতে তখন ভক্তদের ভিড়। দেবী দুর্গাকে শেষবারের মতো প্রাণভরে দেখতে খুলনার তেরখাদা উপজেলার বিভিন্ন ইউনিয়নের মণ্ডপগুলোতে এসেছেন পূজারী-ভক্তরা। এর আগে সকাল থেকেই চলে পূজা অর্চনা। ধূপের গন্ধ ভরা পূজা মণ্ডপে আনন্দময়ীকে অঞ্জলী দেন শঙ্খনাদ আর ঢাকের বাদ্যের সঙ্গে চলে অবিরাম মন্ত্রপাঠ। অশুভের বিনাশ আর শুভশক্তির জয়ের মন্ত্রে উজ্জীবিত করে পূজারী-ভক্তদের সঙ্গে সোমবার (২৩ অক্টোবর) দিনব্যাপী সময় অতিবাহিত করলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
বিভিন্ন ইউনিয়নে পূজা মন্দির পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেছেন, ‘দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বঙ্গবন্ধুকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা আছেন বলেই দেশে সকল ধর্মের মানুষ উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে এবং নিরাপদে সব ধরণের উৎসব উদযাপন করতে পারছে।’ তিনি অভিযোগ করে বলেন, ‘স্বার্থান্বেষী একটি মহল দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। এরা দেশ, জাতি এবং ধর্মের শত্রু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতা ও বিচক্ষণতার কারণে ষড়যন্ত্রকারীরা মাথা তুলে দাঁড়াতে পারেনি।’
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার এদিন মহানবমীতে আনন্দের মাঝে দেবীর ভক্তদের মনে পড়ে বিষাদের ছায়া। মঙ্গলবার (২৪ অক্টোবর) দশমীর দিন করা হবে প্রতিমা বিসর্জন, অশ্রুশিক্ত চোখে ভক্তরা বিদায় দেবেন দেবী দুর্গাকে।
খুলনার তেরখাদা উপজেলার বিভিন্ন ইউনিয়নে পূজারী-ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী দৃঢ়তার সঙ্গে বলেন, ‘হিন্দু সম্প্রদায় বাংলাদেশে যুগ যুগ ধরে নিরাপদে বসবাস করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গিয়ে জীবনের ঝুঁকিতেও পড়েছেন। বঙ্গবন্ধুর অবর্তমানে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ছেন। দেশে ঈদ ও পূজা এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, প্রফেসর সৌরেন বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শারাফাত হোসেন মুক্তি, থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, জেলা আওয়ামী লীগ সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. মোতালেব হোসেন।
কালের আলো/বিএসবি/এমএমএস