এমবাপের গোলে পিএসজির সহজ জয়
প্রকাশিতঃ 12:45 pm | October 22, 2023
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
গোল করেছেন, গোলের রূপকারও কিলিয়ান এমবাপে। ফলে ঘরোয়া লিগে নিজেদের মাঠে স্ট্রাসবোর্গের বিপক্ষে জয় পেতে কোনো সমস্যা হয়নি প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি)। ৩-০ গোলে পেয়েছেপিএসজি।
ম্যাচের শুরুতে পেনাল্টি গোলে এগিয়ে গিয়েছিল পিএসজি। গনজালো রামোসকে অবৈধভাবে বাধা দেওয়ায় পেনাল্টি পায় পিএসজি। এমবাপে সহজ সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি। ম্যাচের বয়স ত্রিশ মিনিট পার হতেই পিএসজি দ্বিতীয় গোল পায়। কার্লোস সোলের করেন গোলটি। এ গোলটির রূপকার ছিলেন এমবাপে।
৭৭ মিনিটে ফ্যাবিয়ান রুইজ তৃতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন।
ফ্রেঞ্চ লিগের বর্তমান ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে নিস।স্ট্রাসবোর্গের বিপক্ষে জয় পিএসজিকে নিসের খুব কাছে নিয়ে এসেছে। ১৮ পয়েন্ট নিয়ে নিসের ঠিক নিচেই রয়েছে পিএসজি। তবে উভয় দল তাদের নিজ নিজ অবস্থান হারাতে পারে। বর্তমানে ১৭ পয়েন্ট নিয়ে মোনাকো রয়েছে তৃতীয় স্থানে। দলটি একটা ম্যাচ কম খেলেছে। অপেক্ষাকৃত দুর্বল দল মেটজের বিপক্ষে ম্যাচ তাদের। এ ম্যাচে জয় পেলেই মোনাকো শীর্ষে চলে আসবে।
কালের আলো/এসএমআর