বগুড়ায় বিনামূল্যে ‘মুজিব’ সিনেমার সপ্তাহব্যাপী প্রদর্শনী শুরু

প্রকাশিতঃ 7:15 pm | October 21, 2023

কালের আলো প্রতিবেদক:

বগুড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব একটি জাতির রূপকার’ সপ্তাহব্যাপী বিনামূল্যে প্রদর্শন শুরু হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল (সিআইপি) এই উদ্যোগ নিয়েছেন।

গতকাল শুক্রবার বগুড়ার মধুবন সিনেমা হলে বেলা ৩টার শো থেকে চলচ্চিত্রটির বিনামূল্যে প্রদর্শনী শুরু হয়েছে। ২১ অক্টোবর শনিবার থেকে ধারাবাহিকভাবে দুপুর ১২-৩টা এবং ৩-৬টার শো বিনামূল্যে দেখানো হবে ২৬ অক্টোবর পর্যন্ত।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বিনামূল্যে চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল।

প্রধান অতিথি এএইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, কৃষিবিদ মোস্তাফিজুর রহমান শ্যামলের এমন উদ্যোগ খুব প্রশংসনীয়। আমি আশা করবো, এই প্রচেষ্টার মধ্যে দিয়ে সর্বস্তরের মানুষের কাছে বিশেষ করে মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের কাছে দেশের জন্য বঙ্গবন্ধুর ত্যাগের কথা, বিসর্জনের কথা পৌঁছে যাবে।
মোস্তাফিজুর রহমান শ্যামল বলেন, বঙ্গবন্ধুর প্রতি আমার ভালোবাসা, তার প্রতি জাতি হিসেবে আমাদের কৃতজ্ঞতার জায়গা থেকেই এমন উদ্যোগ নিয়েছি। আমি বিশ্বাস করি, এই চলচ্চিত্রের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে যাবেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের কথা যত মানুষের কাছে পৌঁছাবে ততই মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হবে বাংলাদেশ।

উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথি ও সাধারণ মানুষদের নিয়ে হলে বসে চলচ্চিত্রটি উপভোগ করেন তিনি। এখানে উল্লেখ্য দলমত নির্বিশেষে বগুড়া এবং সারিয়াকান্দি ও সোনাতলার মানুষের জন্য মধুবন সিনেপ্লেক্সে ৭ দিনব্যাপী চলচ্চিত্রটি বিনামূল্যে প্রদর্শন করা হবে।
এছাড়াও সারিয়াকান্দি আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে ও সোনাতলা পৌরসভা ভবনের সামনে থেকে এবং পাকুল্লা সৈয়দ মোমেনা মোন্তাজ কলেজ মাঠ চত্ত্বর থেকে প্রতিদিন চলচ্চিত্র দর্শনার্থীদের যাতায়াতের ব্যবস্থা করা আছে।

কালের আলো/এসএমআর

Print Friendly, PDF & Email