তুরস্ক থেকে সব কূটনীতিককে প্রত্যাহার ইসরায়েলের
প্রকাশিতঃ 7:27 pm | October 20, 2023
আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
ফিলিস্তিনের আল আহলি হাসপাতলে হামলার জেরে তুরস্কে ব্যাপক বিক্ষোভ শুরু হওয়ায় নিরাপত্তাজনিত কারণে সেখানকার দূতাবাস থেকে নিজেদের সব কূটনীতিককে ফিরে আসার নির্দেশ দিয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল
কাউন্সিলের এক উচ্চ পর্যায়ের কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘সাময়িকভাবে এই কূটনীতিকদের প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। আমরা আশা করছি, শিগগিরই পরিস্থিতির উন্নতি ঘটবে এবং আমরা ফের দূতাবাস চালু করতে পারব।’
গত মঙ্গলবার সন্ধ্যায় গাজা উপত্যকার আল আহলি আরব হাসপাতালে বোমা হামলা ঘটে। সেই হামলায় নিহত হয়েছেন অন্তত ৫০০ জন এবং আহত হয়েছেন হাজারেরও বেশি বেসামরিক ফিলিস্তিনি; যারা চিকিৎসার জন্য এসেছিলেন হাসপাতালটিতে।
ওই হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইসরায়েলবিরোধী বিক্ষোভ শুরু হয়। তুরস্ক মধ্যপ্রাচ্যের অংশ না হলেও দেশটির সংখ্যাগরিষ্ঠ জনগণ মুসলিম হওয়ায় সেখানেও শুরু হয়েছে বিক্ষোভ।
তুরস্কের ইস্তাম্বুল শহরে ইসরায়েলের দূতাবাসটি অবস্থিত। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ওই কর্মকর্তা এফপিকে বলেন, ‘কেবল বিক্ষোভ নয়, মঙ্গলবারের পর থেকে দূতাবাসটিতে হামলা ও ইসরয়েলের কূটনীতিকদের হত্যা করার হুমকিও আসাছিল ব্যাপক হারে। তাই বাধ্য হয়েই আমাদের এই সিদ্ধান্তনিতেহয়েছে।’
ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, একই কারণে গতকাল বুধবার মরক্কো ও তিউনিসিয়ায় ইসরায়েলের দূতাবাসও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
কালের আলো/এসএম