সেনাবাহিনীকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় কিউএমজি’র

প্রকাশিতঃ 7:23 pm | October 18, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম। বুধবার (১৮ অক্টোবর) রাজশাহী সেনানিবাসের বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে চলতি বছরের বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের রিক্রুট ব্যাচ’র ‘সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দৃঢ় অঙ্গীকারের কথা জানান।

লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। নান্দনিক ও চৌকস প্যারেডের মাধ্যমে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ১ হাজার ৩৭৪ জন পুরুষ রিক্রুট বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করে বলে জানায় আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

অনুষ্ঠানে শপথ গ্রহণকারী রিক্রুটদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম নিজের বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য রিক্রুটদের প্রতি অভিনন্দন জ্ঞাপন এবং কর্মজীবনে তাদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা ছাড়াও অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সৈনিকরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এনএল/বিএসবি

Print Friendly, PDF & Email