যানজট-অপরাধ কমাতে একত্রে কাজ করবে ডিএমপি-ডিএনসিসি

প্রকাশিতঃ 9:48 am | October 18, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ডিএনসিসি এলাকায় যানজট ও অপরাধ কমাতে এক সঙ্গে কাজ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর গুলশাল-২ এ অবস্থিত ডিএনসিসির প্রধান কার্যালয় নগরভবনের ষষ্ঠ তলায় দ্বিতীয় পরিষদের ২৩তম বোর্ড সভায় একসঙ্গে কাজ করার বিষয় একমত হন তারা।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে বোর্ড সভাটি অনুষ্ঠিত হয়। এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খ. মহিদ উদ্দিন, যুগ্ম-কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তার একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

তারা বলেন, সমন্বয় করে কাজ করলে যে কোনো সমস্যার একটি টেকসই সমাধান আসে। পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ট্রাফিক এবং অপরাধ দুটোই কমানো সম্ভব বলে উল্লেখ করেন তারা।

এর আগে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা প্রতিনিধি দলকে বোর্ড সভায় স্বাগতম জানান।

কালের আলো/ডিএসবি/এমএম