রোহিঙ্গা ইস্যুতে সংযুক্ত আরব আমিরাতকে বাংলাদেশের পাশে থাকার অনুরোধ স্পিকারের
প্রকাশিতঃ 8:48 pm | October 17, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রোহিঙ্গা ইস্যুতে সংযুক্ত আরব আমিরাতকে বাংলাদেশের পাশে থাকার অনুরোধ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ অক্টোবর) ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের প্রেসিডেন্ট সাকর ঘোবাসের সাথে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সৌজন্য সাক্ষাৎকালে স্পিকার এ অনুরোধ জানান।
সাক্ষাৎকালে তাঁরা রোহিঙ্গা ইস্যু, প্রাকৃতিক সম্পদ, কৃষি পন্য, জ্বালানি, বিনিয়োগ, খাদ্য নিরাপত্তাসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এ সময় স্পিকার বলেন, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংযুক্ত আরব আমিরাতে ঐতিহাসিক সফরের কথা এ সময় স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার কৃষি পণ্যসামগ্রী, খাদ্য ও জ্বালানি খাতে বিদেশী বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী।
ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের প্রেসিডেন্ট সাকর ঘোবাস বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। এ সময় তিনি রোহিঙ্গা ইস্যুতে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের পাশে থাকবে বলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আশ্বস্ত করেন।
এরপর স্পিকার আইনপ্রণেতা, নীতিনির্ধারক এবং বিজনেস লিডারদের সাথে আবুধাবিতে একটি ডায়লগে অংশগ্রহণ করেন। এ সময় তিনি এসডিজি, বাজেট বরাদ্দ, নবায়নযোগ্য জ্বালানী, বিনিয়োগ বৃদ্ধি ইত্যাদি নিয়ে কথা বলেন।
স্পিকার বলেন, একটি দেশে বিনিয়োগ দরিদ্রবান্ধব হওয়া উচিত। তিনি বলেন, উদ্ভাবনী অর্থায়নের মাধ্যমে টেকসই অর্থায়নকে প্রচার করতে হবে।
এ সময় আরব-আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর, আইনপ্রণেতা, নীতিনির্ধারক এবং বিজনেস লিডারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের আলো/ডিএস/এমএ