গফরগাঁওয়ে নাশকতার মামলায় আসামি ২৩ বিএনপি-জামায়াত নেতাকর্মী, গ্রেফতার ৩
প্রকাশিতঃ 7:15 pm | February 07, 2018
গফরগাঁও সংবাদদাতা:
ময়মনসিংহের গফরগাঁও-ভালুকা সড়কের হাটুরিয়া এলাকায় মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) ভোরে পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। এ ঘটনায় দুই দলের ২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। এ মামলায় অজ্ঞাত আরো ১৫ জনকে আসামি করা হয়েছে।
এ মামলায় উপজেলা জামায়াত আমির মাওলানা এমদাদুল হক, বিএনপি নেতা ইমরান ও শান্তকে গ্রেফতার করে পুলিশ। বুধবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে ময়মনসিংহের আদালতে পাঠানো হয় বলে জানান গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ।
পুলিশ জানায়, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা এ মামলায় উপজেলা বিএনপির সভাপতি এ.বি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ মো: ইসহাক, উপজেলা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হককে আসামি করা হয়েছে। এর মধ্যে এমদাদুল হক ধরা পড়লেও ওই দু’জন পলাতক রয়েছেন।
মামলার বাদী গফরগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, আসামিরা উপজেলার গফরগাঁও-ভালুকা সড়কের হাটুরিয়া এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ২টি তাজা ককটেল, ১টি পেট্রোল বোমা উদ্ধারসহ বিস্ফোরিত পেট্রোল বোমার আলামত সংগ্রহ করে। এসব অভিযোগে এ মামলাটি করা হয়।
আরও পড়ুন গৌরীপুরে বিস্ফোরক আইনে মামলার আসামি অর্ধশত, গ্রেফতার ৪
কালের আলো/এসএ