জনগণের সেবাই আওয়ামী লীগের একমাত্র মূলমন্ত্র, বলছেন সালাম মূর্শেদী এমপি
প্রকাশিতঃ 10:08 pm | October 14, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জনগণের সেবাই আওয়ামী লীগের একমাত্র মূলমন্ত্র বলে মনে করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। তিনি বলেন, ‘শুধু আওয়ামী লীগ সরকারই নয় আমরা সকল নেতাকর্মীরাও জনগণের প্রয়োজনে তাদের পাশে দাঁড়িয়েছি। করোনা ও যেকোনো দুর্যোগে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের জনগণের পাশে দাঁড়ানো থেকে প্রমাণিত হয় যে, আওয়ামীলীগ সর্বদা জনগণের প্রতিটি দুঃখ-কষ্টে পাশে থাকে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন তার সময়ের অন্যসব রাজনীতিকদের ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তেমনি তার সময়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন বলেও মন্তব্য করেন খুলনা জেলা আওয়ামী লীগের এই অন্যতম সদস্য। তিনি বলেন, প্রধানমন্ত্রীর জন্য এই কাজটি অবশ্যই সহজ ছিল না। ঘরে-বাইরে বৈরিতা ছিল এবং আছে। সব মোকাবিলা করে দেশকে এগিয়ে নেয়ার এক বিরল কৃতিত্বের অধিকারী এখন শেখ হাসিনা।
শনিবার (১৪ অক্টোবর) বিকেলে রূপসা উপজেলার নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে নৈহাটী ইউনিয়নের ৭ং ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতি ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তৃণমূল জনসাধারণের সঙ্গে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ফ,ম আঃ সালাম, সাবেক সদস্য আ: মজিদ ফকির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্যা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, দপ্তর সম্পাদক আকতার ফারুক, নৈহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, টিএসবি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: জাহাঙ্গীর শেখ, নৈহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: কামাল হোসেন বুলবুল।
শুভেচ্ছা বক্তৃতা করেন নৈহাটী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন শ্রাবন। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: শাহজাহান শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজির শেখের পরিচালনায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ফরিদ শেখ, আসাদ শেখ, আজমল ফকির প্রমুখ।
কালের আলো/ডিএসবি/এমএম