দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেবে জাসদ

প্রকাশিতঃ 9:44 pm | October 14, 2023

অনিক খান, ময়মনসিংহ :

দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার দৃপ্ত শপথ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। অপশক্তি, অগণতান্ত্রিক চক্রান্ত ও সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্র মোকাবিলা করে জাসদ সভাপতি, সাবেক সফল তথ্যমন্ত্রীর হাসানুল হক ইনু’র নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার মাধ্যমে  অপশক্তিকে মূলোৎপাটনেও দৃঢ় অঙ্গীকার করেছে ক্ষমতাসীনদের এই গুরুত্বপূর্ণ শরীকরা।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলা ও পৌর জাসদ’র উদ্যোগে মহান মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে বিএনপি জামাত এর আগুন সন্ত্রাস ও দেশী-বিদেশী চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত গণমিছিল ও সমাবেশে বক্তারা বলেছেন, স্যাংশন আর ভিসা নীতির ভয় দেখিয়ে লাভ নেই। সব ষড়যন্ত্র ছিন্ন করে এগিয়ে যাওয়ার অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।

উপজেলা জাসদের সভাপতি মো. সাইয়েদুল ইসলাম বিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ  মহানগর জাসদের সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক জোট ময়মনসিংহ অঞ্চলের সভাপতি ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব মো. শামসুল আলম খান ও জাতীয় যুবজোট কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো. আশরাফুল ইসলাম হীরা। এ সময় আরও বক্তব্য রাখেন পৌর জাসদ সভাপতি মো. আহসান হাবীব বাবলু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বুলু, উপজেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী সরকার,  সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম খলিল মাস্টার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেসের আলী ফকির, শ্রম বিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম খলিল রহিম, ৬ নং ফুলবাড়িয়া ইউনিয়ন জাসদ সভাপতি মো. ফজলুল হক মাস্টার, ৭ নং বাকতা ইউনিয়ন জাসদের সভাপতি ফজলুল হক, ৪ নং বালিয়ান ইউনিয়ন জাসদের সভাপতি মো. চান মিয়া মন্ডল প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু বলেন, স্যাংশন ও ভিসা নীতিকে আমরা ভয় করি না। জনরায় নিয়েই শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকবে। সঠিক সময়ে নির্বাচন হবে। জাসদ সভাপতি হাসানুল হক ইনু’র নির্দেশে সব অগণতান্ত্রিক অপশক্তিকে রাজপথে প্রতিহত করতে আমরা প্রস্তুত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে জাতীয় শ্রমিক জোট ময়মনসিংহ অঞ্চলের সভাপতি ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব মো. শামসুল আলম খান বলেন, স্যাংশন ও ভিসা নীতির অন্য নাম ষড়যন্ত্র। অবশ্যই এটি দেশবিরোধী ষড়যন্ত্র। এই চক্রটি আমাদের স্যাংশন ও ভিসা নীতির ভয় দেখিয়ে আসন্ন সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু সংবিধান মোতাবেক যথাসময়ে নির্বাচনের জন্য দেশের মানুষ উন্মুখ হয়ে আছেন। সাম্প্রদায়িকতা ও পুঁজিবাদের থাবা থেকে উতরে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক আমাদের এগিয়ে যেতেই হবে।

কালের আলো/বিএসবি/এমএম