উন্নয়ন ধারা অব্যাহত রাখতে ফের নৌকা প্রতীকে ভোট চান সালাম মূর্শেদী এমপি
প্রকাশিতঃ 11:37 pm | October 13, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
উন্নয়ন ধারা অব্যাহত রাখতে ফের নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। তিনি বলেন, ‘এক সময় গ্রামে বিদ্যুৎ ছিল না। এখন গ্রাম বদলে গেছে। ঘরে ঘরে ফ্যান চলে, ফ্রিজ চলে। গ্রামের সড়ক পাকা। সবকিছুই শেখ হাসিনার একক অবদান।
ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা, বিধবাভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, বীরমুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতা জনগণ পাচ্ছে শেখ হাসিনার জন্য। এক সময় যাদের থাকার কোনো ঘর ছিল না তাদের জায়গাসহ বাড়িও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে জাতির পিতার স্বপ্ন পূরণ হয়েছে। তাই বাংলাদেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত বিভিন্ন ধরনের ভাতার উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় রয়েছে বলেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে উল্লেখ করে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। যার যার ধর্ম সে সে পালন করছে, উৎসব করছে দেশের সকল মানুষ।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনভাবেই কর্মবিমুখ জাতি গড়ে তুলতে চায় না, বরং যার যা কর্মদক্ষতা আছে তাকে কাজে লাগিয়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটাতে চান বলেও মন্তব্য করেন এ সংসদ সদস্য।
রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কোহিনুর জাহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা, রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন, খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য ফ,ম আঃ সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন টিএসবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. জাহাঙ্গীর শেখ।
কালের আলো/ডিএস/এমএম