ময়মনসিংহে ডিবির অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ২
প্রকাশিতঃ 9:15 pm | October 13, 2023
কালের আলো প্রতিবেদক:
ময়মনসিংহে ১৮ বোতল মদসহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে জেলার ধোবাউড়া থানার ভেদীকুঁড়া এলাকা থেকে মোঃ দেলোয়ার হোসেন দিলু ও মোঃ সজীব চৌধুরী নামে দু’জন কে আটক করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারির সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের এসআই মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুনের নেতৃত্বে এসব মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধারকৃত ১৮ বোতল বিদেশী মদ ও আসামীদের বিরুদ্ধে ধোবাউড়া থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে এসআই মৃত্যুঞ্জয় পন্ডিত।
এদিকে এসআই সুমন চন্দ্র সরকার এবং এসআই আলমগীর কবিরের নেতৃত্বে জেলার ফুলবাড়ীয়া থানায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ মোঃ জাকির হোসেন লিটন নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
কালের আলো/ডিএস/এমএম