ঘরের মাঠেই পয়েন্ট হারালো ব্রাজিল

প্রকাশিতঃ 9:02 am | October 13, 2023

স্পোর্টস ডেস্ক,কালের আলো:

আর্জেন্টিনা যখন নিজেদের মাঠে প্যারাগুয়েকে হারিয়ে বিজয়োৎসব করছিল, তখন নিজেদের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে লড়ছিল ব্রাজিল। তবে শেষ পর্যন্ত নেইমার-ভিনিসিয়ুস জুনিয়ররা পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে ২ পয়েন্ট হারিয়েই মাঠ ছাড়তে হলো তাদের।

মাঠে একচেটিয়া খেলেও জয় পেলো না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বল দখলের লড়াইয়ে ব্রাজিলের ছিল ৭০ ভাগ। মাত্র ৩০ ভাগ বল দখলে ছিল ভেনেজুয়েলার; কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করে বসে ব্রাজিল। যার ফলে ম্যাচ অমীমাংসিতভাবেই শেষ হলো।

কালের আলো/এসএম

Print Friendly, PDF & Email