লালবাগে মিষ্টির দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

প্রকাশিতঃ 2:27 pm | September 25, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো: 

পুরান ঢাকার লালবাগে একটি মিষ্টির দোকানে আগুন লেগেছে। মদিনা মিষ্টান্ন ভান্ডার নামে দোকানটিতে সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, বেলা একটা ৩৫ মিনিটে তারা আগুন লাগার খবর পান। এর ১০ মিনিটের মধ্যে তাদের একটি ইউনিট সেখানে ছুটে যায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আরও আটটি ইউনিট ঘটনাস্থলে যায়।

অগ্নিকাণ্ডের পরপরই লালবাগ ও আজিমপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

আগুনের সূত্রপাত কোথা থেকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

কালের আলো/এমএ/বিবিএ/টিআর