সাড়ে ৫ ঘণ্টা পরও জ্বলছে মোহাম্মদপুর কৃষি মার্কেট
প্রকাশিতঃ 9:41 am | September 14, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুনের শুরু রাত সাড়ে ৩টার দিকে। সাড়ে ৫ ঘণ্টা পরও আগুন জ্বলছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে তাদের সহায়তা করছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল। উদ্ধার ও সহায়তায় পুলিশ ও বিজিবিও মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে ফায়ার সার্ভিসের কর্মীদের। তারা জানায়, ভোর সাড়ে ৩টার পর রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। ৩টা ৪৩ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ৩টা ৫৭ মিনিটে কাজ শুরু করে।
মার্কেটের আশেপাশে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের কর্মীরা মার্কেটের ভেতরে ঢুকে প্রতিটি দোকানে ছড়িয়ে পড়া আগুন নেভাতে কাজ চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অনেক সময় লাগাচ্ছে। এছাড়া আগুন কিছুটা নিয়ন্ত্রণ আসার পর তাদের পানির সংকট দেখা দিয়েছে। যা আগুন নিয়ন্ত্রণে আনাকে বিলম্বিত করছে। সেই কারণেও আগুনের লেলিহান শিখা পুরো মার্কেটে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে মার্কেটটিতে ৫শর বেশি দোকান ছিল। এসব দোকানে কাজ করে ২ হাজারের বেশি মানুষ জীবিকা নির্বাহ করতেন। এ মার্কেটে সবজি দোকানের পাশাপাশি জুতার দোকান, স্বর্ণের দোকানসহ অনেক ধরনের দোকান রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, পুড়ে যাওয়া দোকানগুলোতে কোটি কোটি টাকার মালামাল ছিল।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০০ থেকে ২৫০ কোটি টাকা হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন স্থানীয়রা।
কালের আলো/বিএস/এমএইচ