শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে নৌকা মার্কায় ভোট চাইলেন এ্যাড. ইমদাদুল হক সেলিম
প্রকাশিতঃ 9:48 pm | February 05, 2018
সাকির আহম্মেদ খান, ফুলবাড়িয়া (ময়মনসিংহ):
শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য নৌকা মার্কায় ভোট চেয়েছেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম।
ফুলবাড়ীয়া উপজেলাধীন ১০নং কালাদহ ইউনিয়নের কাকুন পাড়া গ্রামে ৪০টি গ্রাহকে বিদ্যুৎ সংযোগ লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. সেলিম বলেন, ভোট চাওয়ার অধিকার সবার আছে কিন্ত ভোট পাওয়ার অধিকার তাদের যারা উন্নয়ন করেছে। শেখ হাসিনাকে পূ্নরায় ক্ষমতায় রাখার জন্য নৌকা মার্কায় ভোট দিতে হবে। নৌকা মার্কার সরকার দেশের মানুষের দুঃখ দুর করেছে ও এলাকার উন্নয়ন করেছে। স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রাস্তা পাকাকরণসহ গ্রামীন অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করেছে এ কথা বলে নৌকা মার্কার ভোট চান।
ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য রুহুল আমীন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মুজিবুর রহমান খান, ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম, কালাদহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইমান মাস্টার, কালাদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোবারক আলী মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহব্বায়ক কামরুজ্জামান, পুলিশিং কমিটির সাধারন সম্পাদক হারুন অর রশিদ হারুন, উপজেলা যুবলীগের যুন্ম আহব্বায়ক মুঞ্জুরুল হক রাসেল, উপজেলা যুবলীগের সদস্য সাইফুল আলম কাজল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যু্গ্ন আহব্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সারোয়ার হোসেন, নূরুল ইসলাম, অত্র ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন জাকিরুল ইসলাম সুজন।