আটক পুলিশের নিয়মিত অভিযানের অংশ: ডিএমপি কমিশনার
প্রকাশিতঃ 8:14 pm | July 27, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আসন্ন আশুরা ও বড় দুটি দলের সমাবেশে সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সন্দেহজনক ব্যক্তি ও ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করা হচ্ছে, যা পুলিশের নিয়মিত অভিযানেরই অংশ বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বুধবার (২৬ জুলাই) সন্ধ্যার পর থেকে রাতের বেলায় বিভিন্ন জায়গায় রেড দিয়ে বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, দিন-রাত ২৪ ঘণ্টাই আমাদের চেকপোস্ট আছে। ২০১৫ সালে মহরমের সময় তাজিয়া মিছিলে বোমা হামলা হয়েছে। এখন মিছিলের প্রস্তুতি চলছে, আমরা সেই জঙ্গি হামলার কথা ভুলে যাইনি।
তিনি বলেন, কাল বড় দুটি রাজনৈতিক দলের সমাবেশ। এখানে যে কেউ বা কোনো কুচক্রী মহল বাইরে থেকে এসে দুর্ঘটনা ঘটাতে পারে। তাই সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আমাদের চেকপোস্ট স্থাপন এবং সন্দেহজনক ব্যক্তি ও মামলা-ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করা হচ্ছে। এটা নিয়মিত অভিযানের অংশ, এটা বর্তমানে করা হচ্ছে, ভবিষ্যতেও আমরা করবো।
এ সময় দুই দলের প্রতি অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আইনশৃঙ্খলা অবনতি হওয়ার মতো কোনো ধরনের কাজ কেউ করবেন না। যেকোনো দলের মধ্যে যদি আমরা এ রকম দেখি তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।
মোবাইল তল্লাশি করে বিএনপি খোঁজা হচ্ছে- এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমার কোনো সদস্যের বিরুদ্ধে যদি এ রকম অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে অভিযানের নামিনি।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার)সহ যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কালের আলো/ডিএস/এমএম