আ.লীগ-বিএনপিকে ‘ধন্যবাদ’ ডিএমপি কমিশনারের

প্রকাশিতঃ 6:16 pm | July 27, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বড় দুটি রাজনৈতিক দল বৃহস্পতিবার কর্মদিবসে তাদের কর্মসূচি স্থগিত করায় রাজধানীবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেছেন, ‘আজকে যেসব রাজনৈতিক দলের সভা-সমাবেশ রাজধানীতে ছিল, জনগণকে দুর্ভোগের হাত থেকে রক্ষা করার জন্য এবং ওয়ার্কিং ডে’তে সমাবেশ না করার জন্য আমি ডিএমপির পক্ষ থেকে, নগরবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই।’

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকাল ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ধন্যবাদ জানান কমিশনার।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বলেন, সম্মান প্রদর্শন করে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন ও বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। বিএনপিকে নয়াপল্টন দলীয় কার্যালয়ে ও আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠনকে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।

কমিশনারের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ডিএমপির অতিরিক্ত কমিশনার (এডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ মহিদ উদ্দিন, অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডিএমপি কমিশনার গোলাম ফারুক বলেন, আজকে যেসব রাজনৈতিক দলের সভা-সমাবেশ রাজধানীতি ছিল, জনগণকে দুর্ভোগের হাত থেকে রক্ষা করার জন্য এবং ওয়ার্কিং ডে’ তে সমাবেশ না করার জন্য আমি ডিএমপির পক্ষ থেকে, নগরবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের পরিবর্তে আগামীকাল সাপ্তাহিক ছুটির দিনে আওয়ামী লীগের তিনটি অঙ্গ সংগঠন (আওয়ামী যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ) সমাবেশ এবং বিএনপি মহাসমাবেশ করার জন্য আমাদের কাছে লিখিত আবেদন করেছেন। আগামীকাল সাপ্তাহিক বন্ধের দিন হলেও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। পবিত্র আশুরা শুরু হয়ে গেছে। ২৪ জুলাই থেকে আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল প্রতিদিনই হচ্ছে। আজ ও কালও মিছিল হবে।

আশুরার চ্যালেঞ্জ সত্ত্বেও রাজনৈতিক দলগুলোর সমাবেশ করার জন্য যে অনুমতি চেয়েছেন, আমরা তাদের রাজনৈতিক কর্মসূচির প্রতি সম্মান প্রদর্শন করে আগামীকাল দল দুটিকে সমাবেশ করা অনুমতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি।

খন্দকার গোলাম ফারুক বলেন, ‘বিএনপি তাদের নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়েছেন। আর আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকার সমাবেশের অনুমতি চেয়েছেন। মোট ২৩টি শর্ত সাপেক্ষে দল দুটিকে আবেদনকৃত জায়গায় সমাবেশ করার অনুমতি দিচ্ছি।’

ডিএমপি কমিশনার বলেন, প্রথমত: সমাবেশ করার ক্ষেত্রে দল দুটিকে তাদের সমাবেশস্থলের চৌহদ্দি নির্ধারণ করে দেওয়া হয়েছে। নাইটিঙ্গেল মোড় থেকে পুলিশ হাসপাতাল মোড় পর্যন্ত এলাকার মধ্যে বিএনপিকে তাদের সমাবেশ সীমাবদ্ধ রাখতে হবে।

আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠনকে মহানগর নাট্যমঞ্চ থেকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট পর্যন্ত সমাবেশ ও এর মাইকের ব্যবহার সীমাবদ্ধ রাখতে হবে।

দুই দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি কমিশনার বলেন, কোনোভাবেই সমাবেশে লাঠিসোটা নিয়ে আসা যাবে না। ব্যাগ বহন করতে পারবেন না। রাষ্ট্রদ্রোহী কোনো বক্তব্য দিতে পারবেন না। ডিএমপির পক্ষ থেকে সমাবেশের যে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে, এই সীমানার বাইরে তাদের সমাবেশ ও মাইক ব্যবহার করতে পারবেন না। জনদুর্ভোগ এড়ানোর জন্য যতটুকু সম্ভব নিজেরা ভলান্টিয়ার নিযুক্ত করবেন। আইন-শৃঙ্খলা এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য নিজস্ব শৃঙ্খলাব্যবস্থা রাখতে নিজস্ব স্বেচ্ছাসেবক রাখবেন।

কালের আলো/এমএইচ/এসবি