নির্বাচনে সেনাবাহিনী’র ২ হাজার ৪৭৫ টি টহল টিম
প্রকাশিতঃ 8:07 pm | December 26, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত ২৪ ডিসেম্বর থেকে মাঠে নেমেছে সেনাবাহিনী। মোতায়েনের পর থেকে এখন পর্যন্ত সেনাবাহিনী মোট ২৪৭৫টি টহল পরিচালনা করেছে।
বুধবার (২৬ ডিসেম্বর) আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের দায়িত্বপ্রাপ্ত ৩৮৯টি উপজেলায় ১০৩৯টি টহল পরিচালনা করেছে বাহিনীটি।
আরো পড়ুন:
নির্বাচনে ‘ভুয়া সেনা অফিসার’ সম্পর্কে সেনাবাহিনীর সতর্কতা
নিয়মিত টহলের পাশাপাশি সেনাবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ রক্ষা করছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
উল্লেখ্য, সারাদেশের ৬২টি জেলার ৩৮৯টি উপজেলায় গত ২৪ ডিসেম্বর থেকে সেনাবাহিনী মোতায়েন রয়েছে।