নির্বাচনে ‘ভুয়া সেনা অফিসার’ সম্পর্কে সেনাবাহিনীর সতর্কতা

প্রকাশিতঃ 5:07 pm | December 26, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে গত ২৪ ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সুনাম ও গ্রহণযোগ্যতাকে পুঁজি করে কতিপয় অসাধু ও স্বার্থান্বেষী প্রতারকের বিরুদ্ধে সতর্ক করেছে আইএসপিআর।

বুধবার (২৬ ডিসেম্বর) আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর সুনাম ও গ্রহণযোগ্যতাকে পুঁজি করে কতিপয় অসাধু ও স্বার্থান্বেষী ব্যক্তি বর্তমানে নিজেদেরকে সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে তাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে মাঠে নেমেছে একদল প্রতারক চক্র।

আরো পড়ুন:
নির্বাচনে সেনাবাহিনী’র ২ হাজার ৪৭৫ টি টহল টিম

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রতারকরা ইতিমধ্যেই নিজেদেরকে সেনাবাহিনীর লেঃকর্নেল/তর্দুদ্ধ পদবির অফিসার পরিচয় দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদেরকে ফোন করে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের বিনিময়ে অর্থের দাবি করছে।

ইতোমধ্যে আইন-শৃঙ্খলাবাহিনী কর্তৃক এ রকম কতিপয় ভুয়া সেনাবাহিনীর অফিসার পরিচয়দানকারী ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে।

আইএসপিআরের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে এ ব্যপারে সতর্কতা অবলম্বন ও তাৎক্ষণিকভাবে বিষয়টি আইন শৃঙ্খলাবাহিনীকে অবগত করার জন্য জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে সামাজিক মাধ্যম গুলোতে সেনাবাহিনীর নাম দিয়ে ভুয়া তথ্য ছড়ানোর বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জনসাধারনের প্রতি সতর্কতা জানানো হয়।

কালের আলো/এএ/এমএইচএ