তাজিয়া মিছিল ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা হোসনি দালান, চলছে প্রস্তুতি
প্রকাশিতঃ 10:22 am | July 06, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
পবিত্র আশুরার তাজিয়া মিছিল ঘিরে হোসনি দালান ইমামবাড়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী।
রোববার (৬ জুলাই) সকালে রাজধানীর লালবাগের হোসনি দালান ইমামবাড়ায় গিয়ে এ নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, হোসনি দালানের আশপাশের সড়কগুলোতে পুলিশ, র্যাব, সোয়াট, ফায়ার সার্ভিসের সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা ও পুলিশের সদস্যরা রয়েছে।
হোসনি দালানে প্রবেশের আগে মূল সড়কে ব্যারিকেড দেওয়া হয়েছে, যাতে যানবাহন ভেতরে প্রবেশ করতে না পারে। এছাড়া হোসনি দালানে প্রবেশের মুখে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরদের নিয়ে আগতদের তল্লাশি করা হচ্ছে।
হোসনি দালানের ভেতরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ও সদস্যরা রয়েছে। যাতে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধার তৎপরতা চালানো যায়।
এদিকে পবিত্র আশুরা উপলক্ষে হোসনি দালান ইমামবাড়া থেকে শিয়া সম্প্রদায়ের মানুষদের তাজিয়া মিছিল বের করার প্রস্তুতি নিতে দেখা যায়। সকাল সাড়ে ১০টায় এই মিছিল বের হওয়ার কথা রয়েছে। তাজিয়া মিছিলটি আজীমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সাইন্সল্যাব ও ধানমন্ডি গিয়ে শেষ হবে। হোসেনি দালান ঘুরে শিয়া সম্প্রদায়ের মুসলিমদের প্রস্তুতি নিতে দেখা গেছে৷ অধিকাংশই কালো পোশাক পরে এসেছেন। এছাড়া প্রতীকী ছুরি,আলাম, পতাকা বা নিশান,বেস্তা নিয়ে এসেছেন অনেকে৷
মিছিলে অংশগ্রহণ করতে আসা আরাফাত বলেন, এ দিনটা আমাদের জন্য কষ্টের। ইমাম হাসান এবং হোসেনকে কারবালা প্রান্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তিনি স্বপরিবারে শহীদ হয়েছিলেন। সেদিনটি স্মরণ করতে আমি আয়োজন করে থাকি।
আশুরা মুসলিম উম্মাহর জন্য এক শোকাবহ দিন। এদিন কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.) শহীদ হন। এ ঘটনা স্মরণে শিয়া সম্প্রদায়ের লোকজন প্রতিবছর মহররমের ১০ তারিখে এই তাজিয়া মিছিলের আয়োজন করে থাকেন।
কালের আলো/এএএন