ভালুকায় আ’লীগ-বিএনপি সংঘর্ষে অর্ধশতাধিক আহত
প্রকাশিতঃ 9:25 pm | December 25, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহের ভালুকায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২০ থেকে ২৫ রাউন্ড টিয়ারশেল ও ৩৫ থেকে ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে স্থানীয় পৌর বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের ঐক্যফ্রন্টপ্রার্থী ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু স্থানীয় পাইলট স্কুল মোড় থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি বাসট্যান্ড এলাকায় এলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম শাহজাহান সেলিম, কামরুজ্জামান মানিক, ভালুকা মডেল থানার কয়েকজন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। এর মধ্যে শাহজাহান সেলিমকে সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষ চলাকালে বিএনপির নেতা-কর্মীরা ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রায় শতাধিক মোটর সাইকেল ভাঙচুর করেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, সংঘর্ষ থামাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ থেকে ২৫ রাউন্ড টিয়ারশেল ও ৩৫ থেকে ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।
কালের আলো/ওএইচ