কেসিসি নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতে সক্রিয় যুবলীগ, একযোগে কাজ করার আহ্বান তালুকদার খালেকের
প্রকাশিতঃ 5:57 pm | June 04, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
ঘনিয়ে আসা খুলনা সিটি করপোরপোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেকের বিজয় নিশ্চিতে আদাজল খেয়ে মাঠে নেমেছে যুবলীগ। দিন-রাত একাকার করে কাজ করে চলেছে কেসিসি নির্বাচন উপলক্ষে যুবলীগের গঠিত নির্বাচন পরিচালনা কমিটিও।
রোববার (০৪ জুন) নগরীর স্যার ইকবাল রোড, পিকচার প্যালেস মোড়, ডাক বাংলা মোড়ে ব্যাপক প্রচারণা চালিয়েছেন সংশ্লিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি। একই দিন দুপুরে খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে যুবলীগের গঠিত নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে বসেছিলেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক।
এ সময় তিনি প্রত্যেক নেতাকর্মীকে নিজে প্রার্থী হয়ে নৌকার বিজয়ে কাজ করতে আহ্বান জানিয়ে বলেন, ‘জনগণকে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে হবে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।’
বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক সুব্রত পালের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ড. অ্যাড. শামীম আল সাইফুল সোহাগের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ, ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি জোদ্দার, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নবীরুজ্জামান বাবু, উপ-ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান, খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মো: রায়হান ফরীদ, খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি: মাহাফুজুর রহমান সোহাগ প্রমুখ।

কালের আলো/বিএএ/এমএইচ