পরিকল্পিতভাবে গড়ে তোলা হচ্ছে ময়মনসিংহ নগরীকে, স্বাচ্ছন্দ্যে চলাচলে হচ্ছে নতুন সড়ক
প্রকাশিতঃ 8:41 pm | June 02, 2023

অনিক খান, ময়মনসিংহ প্রতিবেদক:
পরিকল্পিতভাবে গড়ে তোলা হচ্ছে ইতিহাস-ঐতিহ্যের ময়মনসিংহ নগরীকে। এই নগরীর আধুনিকায়নের পাশাপাশি নাগরিক সব সুযোগ-সুবিধা নিশ্চিতে ১ হাজার ৫৭৫ কোটি টাকার মেগা প্রকল্পের মাধ্যমে বদলে দেওয়া হচ্ছে পুরো নগরীর চিত্রপট। দুর্ভোগের পরিবর্তে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে নির্মিত হচ্ছে নতুন নতুন সড়ক।
টেকসই উন্নয়ন অগ্রযাত্রায় গড়ে তোলা হচ্ছে শক্তিশালী ড্রেনেজ ব্যবস্থা। উন্নত পয়:নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পাল্টে যাচ্ছে ওয়ার্ডবাসীর জীবনমান। আমূল পরিবর্তন ঘটছে আর্থসামাজিক অবস্থারও।
পরিচ্ছন্ন পরিবেশ, প্রশস্ত সড়ক, সবুজায়ন, আলোকায়ন, দৃষ্টিনন্দন সড়ক বিভাজক বা বিনোদনকেন্দ্রের উন্নয়ন- নানাবিধ উন্নয়নে নগরীকে তিলোত্তমা রূপ দিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো.ইকরামুল হক টিটু। সাপ্তাহিক ছুটির দিনেও বসে না থেকে প্রতিনিয়ত ছুটছেন নগরীর সামগ্রিক উন্নয়নে। শুক্রবারও (২ জুন) তিনি নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রায় ৫ কিলোমিটার সড়কের নির্মাণকাজ উদ্বোধন করেছেন। এদিন প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব সড়কসমূহের নামফলক উন্মোচন করেন মেয়র।
এসব সড়কসমূহ হচ্ছে- সুতিয়াখালী উমেদ আলী রোড থেকে ফকিরবাড়ি হয়ে গুচ্ছ গ্রাম পর্যন্ত বিসি/আরসিসি রোড, ওমেদ আলী রোড সুনি সরকারের বাড়ি থেকে ফকির পাড়া হয়ে ওমেদ আলী রোড পর্যন্ত বিসি রোড ও সুতিয়াখালী ফকিরবাড়ি রোড থেকে ছালাকান্দি নাসির মোড়লের বাড়ি পর্যন্ত বিসি রোড।

ময়মনসিংহ সিটি করপোরেশন সংশ্লিষ্ট সূত্র জানায়, ময়মনসিংহ সিটি করপোরেশনের সড়ক, ড্রেনেজ অবকাঠামো নির্মাণ ও নাগরিকসেবা উন্নতকরণ প্রকল্পের আওতায় এসব সড়ক নির্মাণ করা হচ্ছে। ১ হাজার ৫৭৫ কোটি টাকার এ প্রকল্পে বর্তমানে নগরীর বিভিন্ন ওয়ার্ডে প্রায় ৭২৯ কোটি টাকার কাজ চলমান রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রগাঢ় আন্তরিকতায় ময়মনসিংহকে বাসযোগ্য আধুনিক, আলোকিত ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে নিবিষ্ট মনে কাজ করে চলেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো.ইকরামুল হক টিটু
শুক্রবারও (২ জুন) এসব সড়কসমূহের উদ্বোধন করে তিনি বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহে সমগ্র ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। শুধু শহর এলাকা নয় প্রান্তিক এলাকাতে আমরা উন্নত সড়ক, ড্রেন, সড়কবাতি ইত্যাদি পৌঁছে দিয়েছি। টেকসই উন্নয়ন এবং উন্নত নাগরিক সেবাই আমাদের লক্ষ্য।’
মেয়র ইকরামুল হক টিটু বলেন, ‘যেকোন উন্নয়নকাজ জনগণের সহযোগিতা ছাড়া সফল হয়ে উঠে না। তাই নিজের এলাকার উন্নয়নের স্বার্থে এই কাজে সহযোগিতা করুন। কেউ যদি উন্নয়নে বাধা দেয় তবে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালের আলো/একে/এমএএএমকে