ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী

প্রকাশিতঃ 1:07 pm | May 27, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী বয়ে যাচ্ছে। কোথাও প্রবল বৃষ্টি আবার কোথাও হালকা বৃষ্টি হচ্ছে। এতে তাপমাত্রা কিছুটা কমে আসবে বলে আশা করছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (২৭ মে) সকালে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে আকাশে মেঘের পরিমাণ, দুপুর নাগাদ আকাশ কালো হয়ে চারদিক অন্ধকার হয়ে আসে। এরপর শুরু হয় ঝড়ো হাওয়া। বাতাসের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বৃষ্টি।

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ এবং আশেপাশের উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

কালের আলো/এমএইচ/এসবি

Print Friendly, PDF & Email