বিএনপি প্রার্থীরা কোথাও বাধার মুখে পড়েছে না : কাদের

প্রকাশিতঃ 2:44 pm | December 20, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় কোথাও বাধার মুখে পড়ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার সকালে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে তার নির্বাচনী প্রচারণার সময় একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় কোথাও বাধার মুখে পড়ছে না। তবুও অভিযোগ, ভোট থেকে সরে আসার পাঁয়তারা।’
কাদের বলেন, ‘ভোটের বাজারে তাদের (বিএনপি) ভাঙা হাড় আর জমছে না। সে কারণেই তারা আজকে এই সব অবান্তর অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে।’

এ ছাড়া দলটি জনবিচ্ছিন্ন হয়ে মিডিয়া আর কূটনীতিকদের সঙ্গে দেন দরবার করছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কালের আলো/এএ/এমএইচএ