সারাদেশে ১০১৬ প্লাটুন বিজিবি মোতায়েন
প্রকাশিতঃ 1:24 pm | December 18, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষার্থে আজ থেকে ঢাকাসহ সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে দেশজুড়ে বিজিবি সদস্যরা অবস্থান শুরু করলেও দুপুর নাগাদ তাদেরকে মোতায়েনের কথা জানানো হলো।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মোহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আজকের মধ্যেই ঢাকাসহ সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন কার্যক্রম সম্পন্ন করা হবে।’
তফসিল অনুযায়ী নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীকে মাঠে নামানোর অংশ হিসেবেই বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাত থেকে দশদিন আগে নির্বাচনি এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হবে। একই সময়ে এসব এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও র্যাব মোতায়েন করা হবে।
গত ১৫ নভেম্বর সকালে ইসিতে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের সহকারি রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফ করার সময় ইসি সচিব হেলালউদ্দিন আহমেদ এসব তথ্য জানিয়েছিলেন।
কালের আলো/এএ/এমএইচএ