আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের কার্যক্রম সিইসি’র সামনে তুলে ধরলেন আইজিপি

প্রকাশিতঃ 10:15 pm | December 17, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের কার্যক্রম তুলে ধরতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)।

সোমবার (১৭ ডিসেম্বর) সিইসির সাথে সাক্ষাৎ করেন আইজিপি।

এর আগে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সিইসি’র সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন।

ইসি কর্মকর্তারা জানান, দেশব্যাপী নির্বাচনী সহিসংতা, প্রার্থীদের ওপর গুলি, আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সামগ্রিক বিষয় সম্পর্কে সিইসিকে অবহিত করেছেন আইজিপি।

গত কয়েকদিনে ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের নেতা-কর্মী ও প্রার্থীদের ওপর বিভিন্ন স্থানে হামলার ঘটনার অভিযোগ উঠেছে। এছাড়াও ঐক্যজোটের অনেক প্রার্থী নির্বাচনী এলাকায় যেতে পারছেন না বলেও ইসিতে অভিযোগ এসেছে।

কালের আলো/এএ/এমএইচএ