শর্মিলী চ‍্যাটার্জীর নতুন চমক ‘আমি দূর হতে তোমারেই দেখেছি’

প্রকাশিতঃ 3:44 am | March 25, 2023

বিনোদন প্রতিবেদক, কালের আলো:

নতুন চমক নিয়ে হাজির হলেন দেশের প্রতিশ্রুতিশীল সঙ্গীতশিল্পী শর্মিলী চ‍্যাটার্জী। এপিএস এন্টারটেইনমেন্ট বিডিতে প্রকাশ পেয়েছে তাঁর চতুর্থ মিউজিক ভিডিও ‘আমি দূর হতে তোমারেই দেখেছি’। আলোচিত গানটির গীতিকার গৌরি প্রসন্ন মজুমদার। সুর করেছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন এএইচ তূর্য।

ভিডিওতে অভিনয় করেছেন শিল্পী শর্মিলী চ্যাটার্জী ও শ্যামল মুখার্জী। তারা দু’জন স্বামী স্ত্রী। আরও অভিনয় করেছেন মিজান ও আলামীন। এর আগেও সঙ্গীতশিল্পী শর্মিলী চ‍্যাটার্জীর তিনটি মিউজিক ভিডিও ‘মা তোমার জন্য’, ‘কতবার ভেবেছিনু’ ও ‘দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে’ জনপ্রিয়তা পেয়েছিল। তাঁর চতুর্থ এ মিউজিক ভিডিও শ্রোতা-দর্শকরা পছন্দ করবেন বলে আশাবাদী শর্মিলী চ্যাটার্জী।

গানের পাশাপাশি আইন পেশার সাথে জড়িত সঙ্গীতশিল্পী শর্মিলী চ‍্যাটার্জী। তার স্বামী অ্যাডিশনাল ডিআইজি শ্যামল কুমার মুখার্জী বাংলাদেশ হাইওয়ে পুলিশে কর্মরত। সুখী এ দম্পতি মিউজিক ভিডিও’র পুরো টিমকেই অভিনন্দন জানিয়েছেন। শর্মিলী চ‍্যাটার্জী মনে করেন, সঙ্গীতপ্রেমীদের ভিন্ন এক ভালো লাগায় রাঙাবে মিউজিক ভিডিওটি।

কালের আলো/এমকে/এএইচ

Print Friendly, PDF & Email