আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর ৩ নির্বাচনী সমাবেশ

প্রকাশিতঃ 11:24 am | December 17, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী সপ্তাহে তিনটি নির্বাচনী সমাবেশ করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া রোববার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ২১ ডিসেম্বর ঢাকার গুলশানে, সিলেটে ২২ ডিসেম্বর ও ২৩ ডিসেম্বর রংপুরে সমাবেশ করবেন প্রধানমন্ত্রী।

এর আগে গত ১৩ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করে কোটালীপাড়ার জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন প্রধানমন্ত্রী।

পরদিন ঢাকায় ফেরার পথে তিনি ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও সাভারের সাতটি স্থানে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন।

তফসিল অনুসারে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে।

কালের আলো/এএ/এমএইচএ