‘ক্রীড়াঙ্গনকে পুঁজি করে অন্যায় করলে কাউকে ছাড় নয়’

প্রকাশিতঃ 9:52 pm | March 21, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ক্রীড়াঙ্গনকে পুঁজি করে কেউ অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের পুরস্কার বিতরণী শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বলেন, এটা অবশ্যই উচিত। পুলিশ কর্মকর্তা হিসেবে আমাদের কাজই হলো যেকোনো অনিয়মের বিরুদ্ধে দাঁড়ানো।

তিনি বলেন, আমাদের কাবাডিতে বা অন্য কোথাও যদি ক্রীড়াঙ্গনকে পূঁজি করে কেউ অন্যায় করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ কর্মকর্তা হিসেবে বলছি, এখানে আইজিপি স্যারও আছেন; স্যারের অনুমতি সাপেক্ষে বলছি, দেশে আইন রয়েছে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা পুলিশের কাজ। সেটা করা হবে।

অতিরিক্ত আইজিপি বলেন, যদি কাবাডিতে তেমন কিছু হয়ে থাকে আমরা সবার আগে সেটা পদক্ষেপ নিবো। কারণ, আমরা পুলিশের লোক এখানে কাজ করি। আমাদের এখানে যাতে কোনো অনিয়ত না থাকে সেটা সবার আগে দেখার দায়িত্ব আমাদের।

কালের আলো/ডিএস/এমএম