ক্যাডেট কলেজের আধুনিকায়নে বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ মেজর জেনারেল নজরুল ইসলামের 

প্রকাশিতঃ 2:16 am | March 12, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান অনেক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট  জেনারেল (এজি) ও ক্যাডেট কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মেজর জেনারেল মো. নজরুল ইসলাম। একই সঙ্গে ক্যাডেট কলেজের উন্নয়ন ও  আধুনিকায়নে মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথাও গভীরভাবে স্মরণ করেন তিনি। 

গত শুক্রবার (১০ মার্চ) রংপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের সংগঠন ‘রকা’র উদ্যোগে আয়োজিত সপ্তম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বর্তমান এবং প্রাক্তন ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। স্বাধীনতার এই মাসে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদেরও বিনম্র শ্রদ্ধা জানান। 

এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট  জেনারেল (এজি) ও ক্যাডেট কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মেজর জেনারেল মো. নজরুল ইসলাম ক্যাডেট কলেজ প্রাঙ্গনে এসে পৌঁছালে ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও রংপুরের এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাকিল আহমেদ তাঁকে অভ্যর্থনা জানান। 

এ সময় কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল ইসলাম, রংপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ‘রকা’র সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মুহাম্মদ এহতেশামুল হক উপস্থিত ছিলেন। পরে প্রাক্তন এবং বর্তমান ক্যাডেটদের নিয়ে গঠিত একটি দল মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে মেজর জেনারেল মো. নজরুল ইসলামকে অভিবাদন জানান। 

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, পুনর্মিলনীতে প্রাক্তন ছাত্রদের সঙ্গে মতবিনিময় ছাড়াও প্রধান অতিথি পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত মধ্যাহ্নভোজ, বৃক্ষরোপণ এবং দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

কালের আলো/এএইচ/এমকে

Print Friendly, PDF & Email