নৌকার কোনও ব্যাক গিয়ার নাই, কেবল সামনে এগিয়ে যাবে : মেয়র আতিক

প্রকাশিতঃ 9:29 pm | March 11, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

নৌকার কোনও ব্যাক গিয়ার নাই, কেবল সামনে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শনিবার (১১ মার্চ) বিকালে রাজধানীর বনানী পোস্ট অফিস সংলগ্ন সুপার মার্কেটের পেছনের গলিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে প্রবেশ করেছে স্মার্ট বাংলাদেশ। নগরবাসীকে ঘরে বসে অনলাইনে হোল্ডিং ট্র্যাক্স জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটাই স্মার্ট বাংলাদেশ। নৌকার কোনও ব্যাক গিয়ার নাই, কেবল সামনে এগিয়ে যাবে।

সমাবেশে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, বিএনপি কখনোই সাধারণ মানুষের অধিকারের আদায়ের জন্য রাজনীতি করেনি। তারা ক্ষমতায় থাকতে সব সময় ক্ষমতার অপব্যবহার করেছে। জনগণের অর্থ লুট করে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। দলটি নেতারা সবসময়ই খালেদা জিয়া এবং তারেক রহমান ইস্যুতে রাজনীতি করে সময় পার করেছে।

কালের আলো/এসবি/এমএম

Print Friendly, PDF & Email