৮ ফেব্রুয়ারি ‘সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে পুলিশ’

প্রকাশিতঃ 5:19 pm | February 01, 2018

কালের আলো রিপোর্ট:

বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার মামলার রায়ের দিন ‘৮ ফেব্রুয়ারি জানমালের নিরাপত্তায়’ সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে পুলিশ।

বৃহস্পতিবার নতুন আইজিপি জাবেদ পাটোয়ারী এক মন্তব্যে এই হুঁশিয়ার এসেছে।

দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে প্রথম সংবাদ সম্মেলন করেন আইজিপি। সংবাদ সম্মেলনে ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ও চলতি বছরে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের প্রস্তুতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ পুলিশের দায়িত্ব জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। এই জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।”

আইজপি বলেন, “বাংলাদেশ পুলিশের অনেক অর্জন। তবে কতিপয় সদস্যের কিছু ঘটনা সামনে চলে আসে। অপেশাদার ওই সব আচরণের জন্য আমরা বিব্রত বোধ করি। এ বিষয়ে নীতি হচ্ছে, কোনো ব্যক্তি যদি অপরাধ করে থাকে, তাহলে সে অপরাধী বলে গণ্য হবে। প্রচলিত নিয়মনীতির মধ্যে থেকে বিষয়টি দেখা হবে।”

জাবেদ পাটোয়ারী সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকের স্থলাভিষিক্ত হয়েছেন। বুধবার শহীদুল হকের মেয়াদ শেষ হয়।