থ্রিলারে শুরু হলো পিএসএল

প্রকাশিতঃ 7:00 pm | February 14, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

আদর্শ টি-টোয়েন্টি ক্রিকেটের বিজ্ঞাপন দিয়ে শুরু হলো পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে পরাজিত দলের নাম মুলতান সুলতানই।

কিন্তু স্বাগতিকরা হারলেও থ্রিলারধর্মী এমন একটা ম্যাচশেষে দর্শক বিনোদনের কথা মাথায় রেখে আক্ষেপ করবে না মুলতানের অধিনায়ক রিজওয়ানসহ বাকি ক্রিকেটাররাও।

মুলতানে এদিন টসে হেরে আগে ব্যাটিং করতে নামে লাহোর কালান্দার্স। দলটি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৭৫ রান। লক্ষ্য তাড়া করতে নেমে শেষ বল পর্যন্ত জয়ের আশা জাগিয়েও মাত্র ৬ উইকেট হারিয়ে মুলতান তুলতে পারে ১৭৪ রান। মোহাম্মদ রিজওয়ানরা হারে কেবল ১ রানে।

আগে ব্যাটিং করতে নামা কালান্দার্সের দুই ওপেনার ফাখার জামান এবং মির্জা বাইগ এদিন দারুণ শুরু এনে দেয় দলটিকে। মির্জা বাইগ ব্যগতিগত ৩২ রানে ফিরলে ভাঙে ৬১ রানের জুটিটি। এরপর শেই হোপকে নিয়ে ফাখার গড়েন ৫৮ রানের আরেকটি জুটি। যেখানে হোপের অবদান মাত্র ১৯ রান।

এই জুটি ভাঙার পর নিয়মিত উইকেট হারাতে থাকে কালান্দার্স। ফাখারও ৩টি চার ও ৫টি ছয়ে ৬৬ রান করে আউট হয়ে ফেরেন। ১৩ ওভারে ১১৯ রান তোলা কালান্দার্স শেষদিকে নিয়মিত উইকেট হারানোতে ১৭৫ রানের বেশি করতে পারেনি। মুলতানের পক্ষে উসামা মির এবং ইহসানউল্লাহ ২টি করে উইকেট শিকার করেন।

কালের আলো/এমএইচ/এসবি