ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার চেয়ে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিতঃ 7:23 pm | February 12, 2023

ময়মনসিংহ প্রতিবেদক:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নারী ইউপি সদস্যকে মারপিটের অভিযোগে চেয়ারম্যান আনোয়ারুল খান সেলিমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় তারা অপপ্রচারকারীদের চিহ্নিত করে যথাযথ আইনে বিচার দাবি করেন।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলার উচাখিলা বাজারে প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন ইউপি চেয়ারম্যান সমর্থক এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক শরীফুল ইসলাম, ছাত্রলীগ নেতা কামরুজ্জামান মন্ডল, ইউপি সদস্য আশরাফুল আলম, মতিউর রহমান, শহীদ মিয়া, নারী সদস্য ইয়াসমিন আক্তার, শিপন সরকার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ইউপি চেয়ারম্যান আনোয়ারুল খান সেলিমের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্রমূলক ভাবে অপপ্রচার করছে। এরই অংশ হিসেবে ষড়যন্ত্রকারী মহল পরিকল্পিত ভাবে নাটক সাজিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে এলাকাবাসী আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

কালের আলো/এসবি/এমএম