মশা নিয়ন্ত্রণে গবেষণা করেই ব্যবস্থা নিতে হবে : মেয়র আতিক

প্রকাশিতঃ 11:27 pm | February 09, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

মশা নিয়ন্ত্রণে গবেষণা করেই ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) গুলশান-২-এ নগর ভবনের হলরুমে রাজধানীর মশক নিধনে কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত আয়োজিত এক সভায় তিনি একথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘সিটি করপোরেশনের বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি মশক নিধনে সর্বস্তরের মানুষের সচেতনতা জরুরি। যুক্তরাষ্ট্রের মতো আমাদের দেশেও শিক্ষাপ্রতিষ্ঠান ও সোসাইটিগুলোকে সচেতনতা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে।’

যুক্তরাষ্ট্রের মিয়ামি সফরের অভিজ্ঞতা তুলে ধরে মেয়র বলেন, ‘আমরা বছরের ৩৬৫ দিনই সব এলাকায় একই ওষুধ একই মাত্রায় ছিটাই। কিন্তু মিয়ামিতে আগে মশার প্রজাতি নির্ণয় করা হয়। তারপর ওষুধ প্রয়োগের সিদ্ধান্ত হয়। তাই আমাদের কাজ হবে ল্যাবে মশার প্রজাতি নির্ণয় করে এবং আচরণ গবেষণা করে ওষুধ প্রয়োগ করা। ল্যাব স্থাপন করা যেহেতু সময় সাপেক্ষ বিষয় তাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আমরা দ্রুত কার্যক্রম শুরু করতে চাই।’

মেয়র আরও বলেন, ‘আমাদের দেশে পর্যাপ্ত কীটতত্ত্ববিদ নেই। পুরো বাংলাদেশে মাত্র ২০ জন কীটতত্ত্ববিদ কাজ করছেন। এটা খুবই অপর্যাপ্ত। আমাদের কীটতত্ত্ববিদ বাড়াতে হবে। ডিএনসিসিতেও আমরা একটি শক্তিশালী দক্ষ কীটতত্ত্ববিদদের টিম গঠন করবো। মশা নিয়ন্ত্রণে গবেষণা করেই ব্যবস্থা নিতে হবে।’

এ সময় তিন মাস পর পর মশা নিধন কার্যক্রমের তথ্য সংবলিত জার্নাল প্রকাশের নির্দেশনাও দেন তিনি।

সভায় ছিলেন– ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, ডিএনসিসি মেয়রের উপদেষ্টা অধ্যাপক ড. কবিরুল বাশার, স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এবং শাখায় কর্মরত কীটতত্ত্ববিদরা।

কালের আলো/এসবি/এমএম