সেঞ্চুরিতে হাথুরুকে জবাব মুমিনুলের, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

প্রকাশিতঃ 2:37 pm | January 31, 2018

কালের আলো ডেস্ক:

চন্ডিকা হাথুরুসিংহের কারণে বাংলাদেশ টেস্ট দলে অবহেলিত ছিলেন দেশ সেরা টেস্ট ব্যাটসম্যান মুমিনুল হক সৌরভ। সেই চান্ডিকার শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দারুণ এক সেঞ্চুরি উপহার দিলেন মুমিনুল হক।

ক্যারিয়ারের ২৬তম টেস্ট খেলতে নেমে পঞ্চম সেঞ্চুরি করলেন মুমিনুল। এছাড়া টেস্টে তার ১২টি হাফসেঞ্চুরি আছে।

মুমিনুল হক ও মুশফিকুর রহিমের দারুণ ব্যাটিংয়ে চট্টগ্রাম টেস্টে বড় সংগ্রহের পথেই এগুচ্ছে টাইগাররা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৫ ওভারে দুই উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৫০ রান। মুমিনুল ১০৭ ও মুশফিকুর রহিম ৪৭ রান নিয়ে অপরাজিত আছেন।

এর আগে চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ শুরু করে সাজঘরে ফেরেন ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। তামিম ইকবাল দ্রতই টেস্ট ক্যারিয়ারের ২৫তম হাফসেঞ্চুরি তুলে নিয়ে সাজঘরে ফেরেন। দলীয় ৭২ রানের ব্যক্তিগত ৫২ রান করে দিলরুয়ান পেরেরার বলে বোল্ড তিনি। এরপর লাকশান সান্দাকানের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ইমরুল। ৭৫ বলে চারটি চারে ইমরুলের রান ৪০। তার বিদায়ে ভাঙে ৪৮ রানের দ্বিতীয় উইকেট জুটি।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে সকালে টসে জিতে ব্যাটিংয়ের সিন্ধান্ত নেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

Print Friendly, PDF & Email