ঢাকার বিপক্ষে খুলনার স্বল্প পুঁজি
প্রকাশিতঃ 4:29 pm | January 07, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেন। অধিনায়কের আস্থার প্রতিদান বেশ ভালোই দিয়েছে দলের বোলাররা। খুলনা টাইগার্সের ব্যাটারদের ১১৩ রানেই থামিয়ে দিয়েছে ঢাকার বোলাররা। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন ইয়াসির রাব্বি। ঢাকার হয়ে ৪ উইকেট নেন পেসার আল আমিন হোসেন।
মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে খুলনা টাইগার্স। ঢাকার বোলারদের তোপের মুখে শুরুতে ফিরে যান টপ অর্ডারের তিন ব্যাটার। রান পাননি অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল, করেছেন মোটে ৮ রান।
কালের আলো/এমএইচ/এসবি