ঘন কুয়াশায় মাঝ পদ্মায় আটকা ৩ ফেরি

প্রকাশিতঃ 10:32 am | January 07, 2023

কালের আলো প্রতিবেদক:

ঘন কুয়াশায় যাত্রী ও যানবাহন নিয়ে পদ্মা নদীর মাঝে আটকা পড়েছে তিনটি ফেরি। ফলে শনিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় বেশ কিছু যানবাহন নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে। তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।

ফেরিঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাতে থেকেই নদীতে কুয়াশা ছিল। তবে আজকে ভোর ৫টার পর থেকে নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। ঘন কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে মাঝ পদ্মায় যানবাহন বোঝাই বীর শ্রেষ্ঠ রুহুল আমিন, বনলতা ও বীর শ্রেষ্ঠ মতিউর রহমান নামের তিনটি ফেরি আটকা পরে। পরে নৌপথে দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৭টা থেকে নৌপথে চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে।

কালের আলো/বিএএ/এনএল

Print Friendly, PDF & Email