তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণে ৩ শিশুসহ নিহত ৭

প্রকাশিতঃ 11:53 am | December 31, 2022

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

তুরস্কে একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে ৩ শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। আহত পাঁচ জনের মধ্যে একজন আশঙ্কাজনক।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আয়দিনের নাজিলি জেলার এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যগুলোর তথ্যমতে, কাবাবের ওই রেস্তোরাঁর কয়েকজন কর্মী সন্ধ্যায় গ্যাসের টিউব থেকে এক ধরনের গন্ধ পাচ্ছিলেন। কিন্তু বিষয়টি বুঝে উঠার আগেই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে গ্যাসের টিউবে লিকেজের জেরেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তবে, বিস্ফোরণের কারণটি এখনও স্পষ্ট নয়। ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিস্ফোরণে সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র : ডেইলি সাবাহ।

কালের আলো/এমএইচ/এসবি