মধ্যরাত থেকে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি বন্ধ
প্রকাশিতঃ 11:00 am | December 31, 2022

কালের আলো প্রতিবেদক:
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ঘন কুয়াশার কারণে শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
পারাপারের জন্য ঘাট এলাকায় বাস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি পাটুরিয়া ঘাট থেকে নবগ্রাম পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা বিস্তৃত হয়ে পড়ে। ঘাট এলাকায় এসে ঘণ্টার পর ঘণ্টা পারাপারের জন্য অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষজনকে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, শুক্রবার রাত ১টার দিকে ঘন কুয়াশায় মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
তিনি আরও জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় শতাধিক যানবাহন অপেক্ষায় আছে। কুয়াশার তীব্রতা কমে গেলে আবার ফেরি চলাচল শুরু হবে।
কালের আলো/এসবি/এমএম