সু চির আরও ৭ বছরের কারাদণ্ড

প্রকাশিতঃ 1:40 pm | December 30, 2022

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

অং সান সু চি’কে আরও সাত বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের একটি সামরিক আদালত। এ নিয়ে জান্তার আদালতে তার মোট সাজা হলো ৩৩ বছর। শুক্রবার (৩০ ডিসেম্বর) তাকে পাঁচ অভিযোগ দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে আদালত। দুর্নীতির জন্য দোষী সাব্যস্ত হন তিনি।

সামরিক শাসিত মিয়ানমারের একটি গোপন আদালত শুক্রবার সু চির বিরুদ্ধে এই রায় ঘোষণা করেছে। মূলত মিয়ানমারের ডি ফ্যাক্টো বা প্রকৃত নেতা থাকাকালীন সরকারের একজন মন্ত্রীর জন্য হেলিকপ্টার ভাড়া এবং এর ব্যবহার সংক্রান্ত অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন।

ইতোমধ্যে কোভিড নিরাপত্তা আইন লঙ্ঘন, ওয়াকি টকি আমদানি এবং সরকারি গোপনীয়তা আইন ভঙ্গসহ বেশ কয়েকটি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। যদিও নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন সু চি। সব অভিযোগ প্রমাণিত হলে তার সর্বমোট ১৯০ বছরের কারাদণ্ড হতে পারে।

তাকে দ্রুত মুক্তি দিতে গত সপ্তাহে আহ্বান জানায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এছাড়াও বিভিন্ন সময় মিয়ানামারের সামরিক সরকারকে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

কালের আলো/বিএএ/এমএম

Print Friendly, PDF & Email