শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশিতঃ 9:09 am | December 29, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঘন কুয়াশার কারণে শরীয়তপুরের ইব্রাহিমপুর-চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরি ঘাটের ঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। তবে মাঝ নদীতে কোনো ফেরি নোঙর করে রাখা নেই।

কালের আলো/এসবি/এমএম